এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আলিফের সোনা জয়

আজকের মতামত ডেস্ক
 ছবি:
ছবি:

এশিয়া কাপ আর্চারিতে দারুণ সাফল্য এনে দিয়েছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। রিকার্ভ পুরুষ এককে জাপানের প্রতিযোগী মিয়াতা গাকুতোকে হারিয়ে স্বর্ণ পদক জিতেছেন এই প্রতিভাবান আর্চার।

শুক্রবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত ফাইনালে গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারান আলিফ। ম্যাচের শুরুতেই দারুণ ছন্দে ছিলেন তিনি—প্রথম দুই সেটে ২৮-২৭ ও ২৯-২৮ ব্যবধানে জয় পান। তবে গাকুতোও ফিরে আসেন, পরের দুই সেটে ২৮-২৭ ও ২৭-২৬ ব্যবধানে জয় তুলে নেন জাপানি প্রতিদ্বন্দ্বী। ফলে নির্ধারণী পঞ্চম সেটে ম্যাচের ভাগ্য গড়ায়, যেখানে আলিফ ২৯-২৬ পয়েন্টে জিতে স্বর্ণ নিশ্চিত করেন।

আলিফের পথচলা শুরু হয় এলিমিনেশন রাউন্ডে ‘বাই’ পেয়ে। এরপর চীনের আলিনকে ৬-২, মালয়েশিয়ার মুহাম্মাদ শাফিককে ৬-৪ ও চাইনিজ তাইপের লি কাই-ইয়েনকে ৭-৩ ব্যবধানে হারিয়ে পৌঁছান সেমিফাইনালে। সেখানে চাইনিজ তাইপের আরেক আর্চার চেন পিন-আনকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে উঠে আসেন স্বর্ণপদক নির্ধারণী ম্যাচে।

তবে রিকার্ভ পুরুষ দলগত বিভাগে স্বপ্নপূরণ হয়নি বাংলাদেশের। আব্দুর রহমান আলিফ, রাম কৃষ্ণ সাহা ও রাকিব মিয়াকে নিয়ে গঠিত দলটি ব্রোঞ্জের লড়াইয়ে চাইনিজ তাইপের কাছে ৫-৩ সেট পয়েন্টে হেরে যায়। এই বিভাগে জাপান ৬-০ সেটে ভারতকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেয়।

এলাকার খবর

সম্পর্কিত