৫ আগস্টকে ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে সরকারি ছুটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
ফারুকী জানান, জুলাই মাসজুড়ে গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে নানা কর্মসূচি নেওয়া হবে। এই কর্মসূচি শুরু হবে ১ জুলাই থেকে এবং চলবে ৫ আগস্ট পর্যন্ত। মূল আয়োজন শুরু হবে ১৪ জুলাই থেকে। তিনি বলেন, “যেভাবে সেই সময় পুরো দেশ আন্দোলনে একত্র হয়েছিল, এবারও তেমন ঐক্যের বার্তা নিয়েই কর্মসূচিগুলো সাজানো হবে।”
তিনি আরও বলেন, “রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ আগস্টকে ছাত্র-জনতার আন্দোলন দিবস হিসেবে জাতীয় দিবসের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হবে।”
এ সময় ফারুকী আরও জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ বেতার ও বিটিভিকে স্বায়ত্তশাসিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার দায়িত্ব পালন করবেন।