বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ৩ রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোর রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের মন্ডলপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। এসময় মিয়ানমার দিক থেকে তিনজন ব্যক্তি একটি ব্যাগ বহন করে বাংলাদেশের দিকে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৯ এর মৃত হাফেজ আহমেদের ছেলে মো: হাসান, আব্দুর রহিমের ছেলে এনাম করিম এবং মো: হাসানের ছেলে মো: আয়াস।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে।আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাশরুরুল হক বলেন, “অভিযুক্তদের থানা হাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার প্রস্তুত করা হচ্ছে”