চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দালাল আটক ও জরিমানা

মো. কামাল উদ্দিন, চকরিয়া
 ছবি:
ছবি:

কক্সবাজারের চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজন দালালকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একাধিক ক্লিনিক ও ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব জানান, মো: রফিকুল ইসলাম (৩৫) নামে এক দালালকে আটক করে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এছাড়া লাইসেন্স না থাকা, অপরিষ্কার পরিবেশ ও অব্যবস্থাপনার কারণে এভারগ্রীন হাসপাতালকে ৫০ হাজার, ল্যাব হাউজ প্যাথলজিকে ১০ হাজার, হিলসাইড প্যাথলজি ল্যাবকে ১০ হাজার এবং হাসান ডেন্টাল কেয়ারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আরও দেখা যায়, এল কে ফার্মেসি ও হুমায়ুন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রয়েছে। এ কারণে যথাক্রমে ৫ হাজার ও ২ হাজার টাকা জরিমানা করা হয়।

বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরিচালিত এ অভিযানে মোট ৮২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত