বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় রাবার বাগানের স্টাফ ঘরে স্ত্রীকে এসিড খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী মো. তোহা প্রকাশ ওরফে পেটাইন্না (২৫)কে গ্রেপ্তার করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।
অভিযুক্ত পেটাইন্না নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নারিচবুনিয়া এলাকার সোনা মিয়ার ছেলে।
নিহত গৃহবধূর নাম জেসমিন আক্তার (২২)। এ ঘটনায় নিহতের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে শনিবার (১৩ সেপ্টেম্বর) নাইক্ষ্যংছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা একটি দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নারিচবুনিয়া এলাকায় ফোর এইচ কোম্পানির ১৫ নম্বর রাবার বাগানের স্টাফ ঘরে এ ঘটনা ঘটে। সেখানে স্বামী মো. তোহা প্রকাশ ওরফে পেটাইন্না (২৫) স্ত্রী জেসমিন আক্তারকে দাহ্য পদার্থ (এসিড জাতীয় তরল) খাইয়ে দেয়। এতে গুরুতর অসুস্থ হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১২ সেপ্টেম্বর রাতে তার মৃত্যু হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাশরুরুল হক বলেন, “গৃহবধূকে জোরপূর্বক এসিড খাইয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তের জন্য এসআই (নিঃ) মো. পলাশ খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে।”
এদিকে স্থানীয়রা জানায়, নিহত জেসমিন আক্তার বিয়ের পর থেকেই স্বামীর নির্যাতন করতেন।পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তাদের দাবি।
নিহতের পরিবার অভিযোগ করে বলেছেন, “নেশার টাকার জন্য প্রতিদিনই পেটাইন্না আমার বোনকে মারধর করত। এবার কিস্তির টাকা না পেয়ে তাকে এসিডে পুড়িয়ে মারল। আমরা এই হত্যার বিচার চাই।”