দল যাকে নমিনেশন দেবে তার পক্ষে আমরা কাজ করবো। যে ধানের শীষ নিয়ে আসবে, তার পক্ষেই থাকবো সেটা আমাদের অঙ্গিকার।
আজ ১২ সেপ্টেম্বর, শুক্রবার জুমার নামাজের পর বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের সিপাহী হাবিবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।
তিনি আরো বলেন, দলাদলি নয়, বিভেদ নয়। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা হচ্ছি বেগম জিয়ার সৈনিক। আজকে যদি আমার কাছ থেকে বেগম জিয়া সেক্রেটারীশীপ নিয়ে নেয়, কালকে আমার ডাকে কেউ আসবেনা।
এ ছাড়াও আজিজনগরের দলীয় নেতাকর্মীদের এক হয়ে কাজ করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
বিশেষ অথিতির বক্তব্য প্রদান কালে বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন তুষার বলেন, আমরা চাই প্রতিটি ঘরে ঘরে বিএনপির সদস্য থাকবে। যারা খালেদা জিয়ার নেতৃত্বকে মানে তারা সদস্য ফরম পূরণ করতে পারবে। যারা অতীতে বিএনপিকে নির্যাতন করেছে, বিএনপিকে রাতে ঘুমাতে দেয় নাই, আওয়ামীলীগের সাথে মিছিল মিটিং করেছে, তাদেরকে সদস্য ফরম পূরণ করতে দেওয়া হবে না।
অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে আরো বক্তব্য প্রদান করেন, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান, বান্দরবান জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন, সেলিম রেজা ও এ্যাডভোকেট আলমগীর চৌধুরী।
এছাড়াও জেলা উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের আরো অনেক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।